কোরআনে একত্ববাদের দ্বীনকে একটি বিশ্বমতবাদ বলে অভিহিত করেছে। এই একেশ্বরবাদের উদ্দেশ্যও সার্বজনীন। যারা এই দ্বীনে আস্থাশীল তাদের একটি পূর্ণাঙ্গ ও অভিন্ন কর্মপরিকল্পনা ধার্য করা হয়েছে বাতে মিল্লাতের প্রতিট সদস্য একই বিশ্ব দৃষ্টিভঙ্গী, ধ্যান-ধারণা, নৈতিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে আল্লাহর নির্দেশাবলী কার্যকর করতে ব্ধপরিকর হয়। প্রত্যেকটি ঈমানদার তার এই মিল্লাতের স্বকীয়তা ও সংহতি বজায় রাখার প্রয়োজনে কোন প্রকার বিজাতীয় ধারণার অনু্প্রবেশ সহ্য করবেনা। দ্বীনের শিক্ষাকে বাইরের বিষাক্ত আক্রমন হতে সংরক্ষন করবে।