সুন্নাত ও বিদ‘আতের পরিচয়

0/5 No votes

Report this app

Description

সুন্নাত এর আভিধানিক অর্থ: পথ। যেমন, পবিত্র কুরআনে বলা হয়েছে: আল্লাহর সুন্নাত-যা পূর্বে থেকেই কার্যকর হয়ে রয়েছে এবং আল্লাহর এ সুন্নাতে কোনরূপ পরিবর্তন দেখবে না কখনো। (সূরাহ ফাতাহ, আয়াত: ২৩) পবিত্র কুরআনে এই সুন্নাতকেই সিরাতুল মুস্তাকীম বলে অভিহিত করা হয়েছে।

ইরশাদ হয়েছে- নিশ্চয়েই এ হচ্ছে আমার সঠিক সফল দৃঢ় পথ। অতএব, তোমরা এ পথই অনুসরণ করে চলবে। এ ছাড়া অন্য পথের অনুসরণ করবে না। তা করলে তোমাদের এ পথ থেকে বিচ্ছিন্ন করে দুরে নিয়ে যাবে। আল্লাহ তোমাদের এরূপ -ই নির্দেশ দিয়েছেন: যেন তোমরা ভয় করে চল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments