ফ্রী মেডিকেল এডুকেশন ইউটিউব চ্যানেলের ইউর ব্রেইন অন পর্ণ সিরিজ এবং ওয়ায়েল ইব্রাহীম এর লস্ট ইন পর্ণোল্যান্ড সিরিজ।
আমাদের যুবসমাজকে এই করাল গ্রাস থেকে মুক্ত করা দরকার, নাহলে আমরা এমন এক প্রুজন্ম গড়ে তুলতে যাচ্ছি যারা নারীদের সম্মান করবেনা, তাদেরকে কেবল এক টুকরো মাংসপিন্ড হিসেবে দেখবে যাদের জন্মই হয়েছে কেবল পুরুষদের শারিরীক তৃপ্তি দেয়ার জন্য, ইন্টারনেট পর্ণ কিন্তু এই মেসেজটিই বহন করে। কিন্তু আমাদের মুমিনা নারীরা অত্যন্ত সম্মানিত, তাদেরকে কোন মানুষ এরকম বিকৃতভাবে দেখবে এমনটা আমরা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনা। তাদের সম্মান, সম্ভ্রম এর মূল্য দুনিয়ার সকল সম্পদের চাইতেও বেশী। এই রামাদানেও অনেক ভাই পর্ণোগ্রাফি ছাড়তে পারছেন না। তাদের জন্য সতর্কতাস্বরূপ এই সিরিজটি লিখা হবে পাঁচ পর্বে যেখানে বিভিন্ন ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করব। আশা করব, আমাদের প্রিয় ভাইয়েরা এই অন্ধকার জগত থেকে বের হয়ে সূর্যের আলোয় নিজেকে রাঙ্গাতে পারবেন।