অনেকে বলে মনের পর্দা বড় পর্দা বা মনের পর্দাই আসল পর্দা বাহ্যিক কেনা পর্দার প্রয়োজন নেই। মনের পর্দা বড় পর্দা বা মনের পর্দা আসল পর্দা বাহ্যিক কোন পর্দার প্রয়োজন নেই এরূপ উক্তি সম্পূর্ণ কুরআন-হাদীস বিরোধী, কুফরী ও ঈমান বিধ্বংসী কথা। এমন কথা বললে বা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে।
কোন মহিলার জন্য অপর মহিলা বা পুরুষের সামনে তার কোন কোন অঙ্গ খোলা থাকা বা পুরুষের জন্য দেখা বা স্পর্শ করা জয়িজ? কোন পুরুষের জন্য অন্য পুরুষ বা মহিলাম সামনে কোন কোন অঙ্গ খোলা থাকা বা মহিলাদের জন্য দেখা কিংবা স্পর্শ করা জায়েয? না কোনো ভাবে জায়েয নয়। আবশ্যই বোরকা দ্বারা আপদ-মস্তক ও হাত মোজা পা মোজা দ্বারা হাত-পা ঢেকে রাখতে হবে ।