মহান আল্লাহর নিয়ামত ও জান্নাত পাওয়া যাবে। পক্ষান্তরে বে-পর্দার জন্য ইহকালেও বে-ইজ্জতীয় কুফল এবং পরকালেও জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে।প্রত্যেক মানুষকেই মরতে হবে। কাজেই দুনিয়াতে কষ্ট করে হলেও পর্দা করাটাই মঙ্গল। আল্লাহ পাক বলেন, মহিলানা যেন বড় চাদরের ঘোমটা দ্বারা তাদের চেহারা আবৃত করে রাখে।
হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, মহিলারা যেন তাদের পায়জামা পায়ের গোছা হতে এক বিঘত পরিমাণ নীচে নামিয়ে দেয়। একথা শুনে হযরত উম্মে সালমা (রাঃ) বলেন, এ অবস্থায় তো তাদের পায়ের টাখনু হতে নীচের অংশ খোলা থাকবে । হযরত মুহাম্মদ (সাঃ) তখন বললেন, তবে এক হাত নীচে নামিয়ে দিবে। (আবু দাউদ শরীফ)