মহান আল্লাহ রাব্বুল আ’লামীন সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাঃ কে হিদায়াত (পথ নির্দেশ) ও সত্য ধর্ম আনুগত্যের একমাত্র সত্য বিধানসহ ইসলামের নৈতিক চরিত্রের পরিপূর্ণতা সাধনের উদ্দেশ্যে মহান চরিত্রাবলীর অধিকারী করে প্রেরণ করেছেন। যাতে তিনি আল্লাহ রাব্বুল আ’লামীনের আদেশ অনুসারে মানব মন্ডলীকে কুফরের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন।