বইটি রিয়াদের অন্তর্গত পশ্চিম দীরায় অবস্থিত ইসলামী সেন্টার কৃর্তক “নামাযের দোয়া ও জিকর” বিষয়ে সংকলিত। ইহা নামাযের মধ্যে ও পরে পঠিত দোয় ও জিকর সম্বলিত একটি ক্ষুদ্র বই। যা মুসলমানদের জন্য নাবী সাঃ নামাযে যে সব দোয়া ও যিকর করেছেন তা অবলম্বনে সহায়ক হবে। বইটি নবী সাঃ বর্ণিত সহী হাদীসের উপর নির্ভর করে সংকলন করা হয়েছে।
নিচে নামাযের দোয়া ও জিকর বই থেকে কিছু দোয় উল্লেখ করা হলো।
১. তাকবীরে তাহরীমার পর ইস্তিফতা বা প্রারম্ভিক দোয়া।