দোয়া ও জিকির(রাসুল সঃ দৈনন্দিক জীবনে পড়তেন)

0/5 No votes

Report this app

Description

এক মলাটের ভিতর চলে এসেছে, প্রিয় নবী কখন কী করতেন, ফজরের আগে কী করতেন, ফজরের পর কী করতেন, ওযুর সময় কী করতেন, নামাজে কী কী পড়তেন, মসজিদে গিয়ে আগে কী কী করতেন এবং মসজিদ থেকে বের হয়ে কী করতেন—এভাবে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত নবীজির আমল, আযকার এই বইতে উঠে এসেছে।
.
এই বইয়ের পেছনে লেখকের মূল উদ্দেশ্য ছিল, মুসলিম উম্মাহ বর্তমানে যেভাবে সুন্নাত পালনে উদাসীনতা ও শিথীলতাও প্রদর্শন করেছে, এর বিপরীতে অনুপ্রেরণা যোগানো। কারণ, এগুলো ছেড়ে দেয়ার মাধ্যমে উম্মাহ শুধু আমল থেকেই নিজেকে বঞ্চিত করছে না, বড় বড় অনেক কল্যাণও হাতছাড়া হয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments