দৈনন্দিন জীবনে যিকর ও দোয়া

0/5 No votes

Report this app

Description

পবিত্র কোরআনে ‘যিকর’ প্রসঙ্গটি এসেছে নানা স্থানে, নানা প্রেক্ষিতে। কোথাও ‘যিকর’ শব্দটি উল্লিখিত হয়েছে। প্রত্যক্ষভাবে; আবার কোথাও ‘যি’-এর স্থলে এসেছে ‘তসবীহ, কোথাও কোথাও আবার দোয়া বা ইবাদতকেও বলা হয়েছে ‘যিকর’। অনুরূপভাবে কোথাও ‘যি’ প্রসঙ্গ উল্লিখিত হয়েছে সৃষ্টিলােক- পাহাড়পর্বত, ফিরেশতাকুল ও পশু-পাখির স্বাভাবিক ধর্ম হিসেবে; আবার কোথাও ‘যিকর’-এর কথা এসছে নবী-রসূল ও অনুগত বান্দার প্রতি আল্লাহর বিশেষ নির্দেশ হিসেবে। মােটকথা, যিক্‌র এমন একটি বিষয়, যার সাথে সৃষ্টিলােকের। প্রতিটি বিষয়ই প্রত্যক্ষ বা পরােক্ষভাবে জড়িত। আসমান ও জমিনের কোন বস্তুই ‘যিক্‌র’-এর প্রভাব থেকে মুক্ত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments