ইসলামের মৌলিক বিষয়গুলোর সম্পর্কে জ্ঞান অর্জনের উপাদান সম্পর্কে বাংলা ভাষায় রচনা অনেক কম। ইসলামের মৌলিক বিষয় যেমন তাওহীদ, সুন্নাহ, নামায, রোযা, হাজ্জ, যাকাত, জানাযা, দরুদ, দুআ, তালাক, বিবাহ প্রভৃতির বিধান সম্পর্কে জানা আবশ্যক। বইটিতে দরুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটিতে দুরুদ শরীফের অর্থ, দুরুদ শরীফের ফজিলত, দুরুদ শরীফের গুরুত্ব, দুরুদ শরীফের মাসনুন শব্দাবলী, দুরুদ শরীফ পাঠের স্থান সমূহ, এবং দুরবল-জাল হাদিস সহ নানা বিষয় সম্পর্কে লেখা হয়েছে। এসব বিষয়ের প্রত্যেকটি সম্পর্কে উর্দু ভাষায় সনামধন্য শাইখ ইকবাল কীলানী “তাফহীমুস সুন্নাহ’ সিরিজ রচনা করেছেন। কুরআন ও সুন্নাহর ভিত্তিতে এসব বই সহজ ভাষায় লিখিত। এসব বই বাংলায় ‘মাকতাবা বায়তুস সালাম, রিয়াদ’ থেকে অনূদিত হয়েছে।