আখিরাতের জীবনচিত্র

0/5 No votes

Report this app

Description

মানবজীবনের অমোঘ পরিণতি হল এই যে, তার জীবনের একটা শুরু আছে কিন্তু কোন শেষ নেই। হাজার চেষ্টা করেও মানুষ কখনোই তার জীবনের সমাপ্তি ঘটাতে পারবে না। মানুষের স্রষ্টা আল্লাহ তা’আলা নিজেই তার জন্য এ চিরন্তন ব্যবস্থা করে রেখেছেন।
মানবজীবনের আরেকটি নিয়তি হল এই যে, সে কখনো কোনভাবেই আল্লাহর তৈরী করা বিশ্বজগতের সীমানা অতিক্রম করে অন্য কোথাও চলে যেতে পারবে না, চলে যাবার মত অন্য কোন জায়গাও নেই। এ অনন্ত জীবনে অতি ক্ষুদ্র সময় মানুষ পৃথিবীতে অবস্থান করে। তারপর মৃত্যু দরজা পেরিয়ে সে চলে যায় পরকালীন জীবনে।
কেমন হবে মৃত্যু পরবর্তী জীবনের রূপবৈচিত্র? কীরূপ হবে সেই জীবনের শুরুটা? কী পরিস্থিতির মোকাবিলা করতে হবে সেখানে? কীভাবে কোন পথ অতিক্রম করে মানুষকে পৌঁছতে হবে জান্নাত অথবা জাহান্নামের দোর গোড়ায়? বইটিতে লেখক তারই একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন কুরআন হাদীসের আলোকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments