ইতিহাসের কাঠগড়ায় হযরত মু’আবিয়া রা.

0/5 No votes

Report this app

Description

রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছাহাবীগনের মোবারক কাফেলায় হয়রত মুয়াবিয়া রাঃ হলেন এক মহান ব্যক্তিত্ব নবী-উদ্যানের এক সুরভিত গোলাব এবং ঈমান ও সত্যের জগতে এক জ্যোতির্ময় তারকা। দরবারে রিসালাতে অহী লিপিবদ্ধ করার সুমহান দায়িত্ব তিনি আঞ্জাম দিয়েছেন মক্কা বিজয়ের পুণ্যলগ্নে ইসলাম গ্রহনের পর থেকে কোরআন অবতরনের শেষ মূহূর্ত পর্যন্ত।

এ মহাসৌভাগ্য ছাহাবীগনের মাহফিলে তাকে অধিষ্ঠিত করেছিলো সম্মান ও মর্যাদার স্বর্ণশিখরে , শ্রদ্ধা ও ভালোবাসার কুসুম কাননে। জীবনসায়াহ্নর এই কুড়ানো মানিকের জন্য আল্লাহর রাসূল ও প্রাণভরে দু’আ করেছিলেন- হে আল্লাহ! তাকে পথপ্রাপ্ত ও পথপ্রদর্শক করো এবং তার মাধ্যমে মানুষকে হিদায়াত করো। (তিরমিযি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments