মুমিন ও মুনাফিকের পথ ভিন্ন। গন্তব্যও ভিন্ন। কিন্তু মুনাফিক মুমিনের ছদ্মবেশ ধারণ করায় ভিন্ন। পথের রূপ, বৈশিষ্ট্য ও বাহ্যিক পরিচিতির ক্ষেত্রে কখনাে কখনাে অস্পষ্টতা ও অজ্ঞতা বিরাজ করে। এতে মুমিনের জীবনে দেখা দেয় নানা দুর্ভোগ, শংকা ও দুর্ঘটনা। অগােচরে ও অসতর্কতার কারণে মুমিনের জীবনেও নেমে আসে নিফাক ও প্রতারণার বিষাক্ত বাতাস। অথচ এমনটি হওয়া কিছুতেই উচিত নয়।
মুমিন ও মুনাফিকের ভিন্নমুখী দুটি পথ স্পষ্টভাবেই চিহ্নিত করা হয়েছে দুটি আলােচনায়। হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ) রচিত মুমিনের পরিচিতিমূলক একটি রচনা এবং জাষ্টিস মাওলানা মুহাম্মাদ তাকী উছমানী প্রদত্ত মুনাফিকের স্বরূপ উন্মােচন বিষয়ক তিনটি ভাষণের অনুবাদ সমাহার এ গ্রন্থ।