তাওহীদ ও তার উপকারিতা

0/5 No votes

Report this app

Description

আফ্রিকার কোন এক গ্রাম্য এলাকায় একজন ইহুদি পীরে কামেল সেজে বড় আল্লাখেল্লা টুপি-পাগড়ি পরে সবার প্রিয় হয়ে বসে। সে তাদের সব ব্যাপারে যা ইচ্ছা তাই নির্দেশ করে, আর মূর্খরা সবকিছুই মেনে চলতে থাকে। এমনকি নতুন বউকে বরকত ও লতিফা দেওয়ার নামে গ্রামে সর্বপ্রথম সেই উদ্বোধন করে দিতে।

এক পর্যায়ে এক যুবক তা স্ত্রীর উদ্বোধনের ঘটনা সহ্য না করতে পেরে তাকে হত্যা করে ফেলে। যার ফলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সকলে মিলে সে যুবককে হত্যা করে দেয়।

আরও দেখুনঃ এসো জান্নাতের পথে pdf বই

এরপর সকল নারীরা মূখ খুললে ভন্ড দরবেশের সকল ভেদ ফাঁস হয়ে যায় এবং তারা দরবেশকে ও হত্যা করে। এবার সকলে দুজনকে পাশাপাশি কবর দেয়। ঘটনা এখানেই শেষ নয় বরং এরচেয়ে জঘন্য হচ্ছে: সকলে মিলে ঐ যুবকের কবরে তওয়াফ আর ঐ ভন্ডর করবে গিয়ে কঙ্কর নিক্ষেপ করা আরম্ভ করে দেয়। ইহাই হলো তাওহীদ ও শিরকের জ্ঞান না থাকার পরিণাম।

তাওহীদ আল্লাহ তায়ালার পজিটিভ (Positive)তথা ইতিবাচক অধিকার। আর শিরক নেগেটিভ (Negative)তথা নেতিবাচক অধিকার । তাওহীদ প্রতিষ্ঠা অর্থ শিরক বর্জন আর শিরক বর্জন মানে তাওহীদ প্রতিষ্ঠা করা। বিদ্যুতের দুটি তার যদি নেগেটিভ হয়, তবে বাতি জ্বলবে না। অনুরূপ দুটি পজিটিভ হলেও জ্বলবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments