প্রিয় প্রেয়সী নারী

0/5 No votes

Report this app

Description

কেমন হবে নারীর জীবন যৌবন, প্রেম, বেদনা, মুক্তি, স্বাধীনতা, সৌন্দর্য, পরিবার, ভালোবাসা? আধুনিকতার নামে যে ঝলমলে আলো আপনাকে ডাকে, তা কি আদৌ আলো না অন্ধকার? স্বাধীনতার নামে যে বুলি আওড়ায়, তা কি আদৌ স্বাধীনতা? নারী বিষয়ক সমকালীন সব ইস্যু এই বইতে বিশ্লেষণ করা হয়েছে। সাহিত্য অঙ্গন থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রিনিক মিডিয়া, করপোরেট ওয়ার্ল্ড প্রতিটা ক্ষেত্রে নারীকে স্বাধীনতা, অধিকার আর ক্ষমতা দেওয়ার নামে ক্যাপিটালিজম আসলে যে কী করছে সেটাই লেখক দেখিয়েছেন। নারী স্বাধীনতা, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন—ইত্যাদি চটকদার বিভিন্ন বিষয় নিয়ে যারা সবচে বেশি কথা বলে, তারা এসবের আড়ালে আসলে যে কী সেটা তথ্য, রেফারেন্স, উদাহরণসহ বলা আছে।

ইসলাম নারীদের কী সম্মান দিয়েছে এই চেনাপথে না হেঁটে, নারীদের আধুনিক ঠিকাদারেরা নারীদের আসলেই কী দিয়েছে, সেটাই দেখিয়েছেন লেখক। বইয়ের বলার ভঙ্গিটাও একদম নতুন। প্রায় প্রতিটা প্যারা এক একজন নারীকে সম্বোধন করে শুরু হয়েছে। বইটা যে প্রত্যেক নারীর জন্য সেটা বোঝানোর জন্য। যৌনতা, বিয়ে, স্ক্যান্ডাল, ডিভোর্স, এফএম রেডিও, মডেল, অভিনেত্রী, র‌্যাম্প, ফটোগ্রাফী—নারীদের সাথে সংশ্লিষ্ট কোনো ফিল্ড বাদ যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments