আল্লাহ তাআলা মানুষ এবং জ্বিন জাতিকে সৃষ্টি করে পার্থিব জীবন পরিচালনার জন্য ভাল-ম্দে দুটি পথ দেখিয়ে দিয়েছেন এবং বান্দার প্রতিটি কাজের পূর্ণ প্রতিদিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভাল কাজের প্রতিদান স্বরূপ জান্নাত এবং মন্দ কাজের প্রতিদান স্বরূপ জাহান্নাম সৃষ্টি করেছেন।
আর এটি হল অহংকারী । ও পাপীদের মর্মান্তিক আবাসস্থল। চূড়ান্ত দুঃখ ধিক্কার ও অনুতাপস্থল। যুগ যুগ ধরে দগ্ধীভূত চূড়ান্ত দাহিকাশক্তি সম্পন্ন ভয়ংকর আগুনের লেলিহান বহিৃশিখা এই জাহান্নামের স্বরূপ ধারাবাহিক ভাবে নিম্নে তুলে ধরা হল।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তারছ অনুগত্যশীল বান্দাদের জন্য জান্নাত ও অমান্যকারীদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানব জাতীকে সৃষ্টির শ্রেষ্ঠ জীবন হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হল: মানুষ এক আল্লাহর দাসত্ব করবে, তার সাথে কাউকে শরীক করবে না।
সার্বিক জীবন একমাত্র অহীর বিধান অনুযায়ী পরিচালনা করবে, রাসুলুল্লাহ সাঃ-এর আদর্শকেই একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করবে। আল্লাহ তাআলা তার এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষে মানব জাতীর জন্য ইসলামকে একমাত্র দ্বীন হিসেবে মনোনীত করে তার যাবতীয় বিধি-বিধান অহী মারফত জানিয়ে দিয়েছেন। পথ প্রদর্শক হিসেবে যুগে -যুগে নবী- রাসূলগণকে প্রেরণ করেছেন।