জান্নাতে নারীদের অবস্থা কী হবে জান্নাতে তাদের জন্য কী অপেক্ষা করছে এ ব্যাপারে প্রায়শই আমাকে নানা প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ভাবলাম সঠিক প্রমাণ ও আলেমদের অভিমতের আলোকে এমন কয়েকটি পয়েন্ট একত্রিত করে দেই যা থেকে তারা এ বিষয়ে সুস্পষ্ট ধারণায় উপনীত হতে পারবেন। চলুন আল্লাহর ওপর ভরসা করে শুরু করা যাক।
আমাদের উচিত হবে নারীরা জান্নাতে তাদের জন্য অপেক্ষামান নেকী ও নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলে তাদেরকে হত্যেদ্যম না করা। কারণ মানব প্রকৃতির তার আগামী ও ভবিস্যত নিয়ে ভাবতে পছন্দ করে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসাহাবা রাদিআল্লাহু আনহুয়ের জান্নাত ও জান্নাতের নেয়ামত সংক্রান্ত এ ধরনের প্রশ্ন শুনে অপছন্দ করেন নি। যেমন তারাঁ জিজ্ঞেস করেছেন।