হযরত খালিদ বিন ওয়ালিদ (রা) ইসলামের ঐ তলোয়ারের নাম যা কাফেরদের বিরুদ্ধে চিরদিন খোলা থাকে ৷ হযরত খালিদ বিন ওয়ালিদ (রা,)-কে রাসূলুল্লাহ্ (স,) ‘সাইফুল্লাহ’ – ‘আল্লাহর তরবারী’ উপাধিতে ভূষিত করেছেন ৷ তিনি নামকরা ঐ সকল সেনাপতি সাহাবীদের অন্যতম যাদের অবদানে ইসলামের আলো দূর-দূরান্তে পৌঁছতে পেরেছে । শুধু ইসলামী ইতিহাস নয়; বিশ্ব সমরেতিহাসও হযরত খালিদ (রা,)-কে শ্রেষ্ঠ সেনাপতিদের কাতারে গণ্য করে থাকে ৷
প্রখ্যাত সমরবিদ, অভিজ্ঞ রণকুশলী এবং স্বনামধন্য বিশেষজ্ঞগণও হযরত খালিদ বিন ওলীদ (রা,)-এর রণকৌশল, তুখোড় নেতৃত্ব, সমর প্রজ্ঞা, প্রত্যুৎপন্নমতীত্ব এবং বিচক্ষনতার স্বীকৃতি দিয়ে থাকেন ৷