আপনি হয়তো মনে করেছেন যে, তওবা কিছু বলার নাম বা দোয়ার নাম। তওবা কিছু বলা বা দোয়ার নাম নয়। তওবা হচ্ছে কাজের নাম। কাজটা হচ্ছে, যে গুনাহ করেছেন তা থেকে সম্পূর্ণরূপে ফিরে আসা। তওবার শাব্দিক অর্থ হলো, প্রত্যাবর্তন করা। সুতরাং, যদি তিনি গুনাহ থেকে ফিরে না আসেন আর কোনো দোয়া এক লাখ বার পড়েন, তাহলেও এই দোয়ার কোনো মূল্য নেই।
তওবার পদ্ধতি হচ্ছে, আপনি অনুতপ্ত হবেন, তারপর গুনাহ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসবেন। গুনাহের জন্য আপনার যে ক্ষতি হয়েছে, সেটা পুরণের জন্য আরও কিছু নফল ইবাদত করবেন।