আল্লাহ তায়ালা এক নির্ধারিত সময়ের জন্য মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। যখন সেই নির্ধারিত সময় তথা আয়ুষ্কাল শেষ হয়ে যাবে, তখন তাকে পরপারে পাড়ি জমাতে হবে। এটাই হচ্ছে মৃত্যু; যা থেকে কারো বাঁচার কোন উপায় নেই।
মৃত্যুর পরে মানুষকে মাটির নীচে সমাহিত করা হয়, যাতে লাশ প্রকাশিত হয়ে না পড়ে। যেখান থেকে কেবল শরয়ী কারণ ব্যতীত লাশ তোলা বৈধ নয়। এরই নাম ‘কবর’। এই কবরের জীবনকে বারযাখী জীবন বলা হয়। মানুষ মৃত্যুর পর থেকে ক্বিয়ামত বা পুনরুত্থানের পূর্ব পর্যন্ত এখানে অবস্থান করবে। এই বারযাখী জীবন থেকেই বান্দা তার দুনিয়াবী জীবনের ভালো-মন্দ কর্মের ফল লাভ করতে শুরু করে।