নিয়ে বাহাছ চলাকালীন সময় কোন এক অজ্ঞাত কারনে আমাদের সভাস্থল ত্যাগ করতে বলা হয়। এতে এ কথা বলার অপেক্ষা রাখে না যে, বাহাছটি ভনডুল করার ষড়যন্ত্র চলছে। ইতমেধ্যে জনসাধারণের মধ্যে এ কথা ছড়িয়ে পড়ে যে, ২য় (হক) পক্ষের প্রচুর কিতাবাদী ও ওলামা মাশায়েখ এর সমাবেশ দেখে ১ম (বাতেল) পক্ষের লোকেরা ভীত-সন্ত্রস্ত হয়ে স্থানীয় প্রশাসনকে এটা বুঝাতে সক্ষম হয় যে, বাহাছ চলাকালে দু’পক্ষে ভীষণ গন্ডগোল হতে পারে।
কাজেই এ সভা বন্ধ রাখার পায়তারা চলছে। ইমান ও মুসলিম এমতাবস্থায় ২য় পক্ষের ও স্থানীয় জনসাধারণের চাপের মুখে স্থানীয় প্রশাসন শেষ পর্যন্ত বাহাছ অনষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়। অবশেষে বিকেল ৩ টায় বাহছ শুরু হয় এবং তা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এর মধ্যে মাত্র প্রথম দু’টি বিষয় সম্পর্কে বাহাছ অনুষ্ঠিত হয়। বাকী ৩টি বিষয়ের আলোচনা ছাড়াই সভার সমাপ্তি ঘোষনা করা হয়। এবং উহার বিষয়ে পরবর্তীতে লিখিতভাবে জনগণকে অবহিত করা হবে বলেও জানিয়ে দেয়া হয়। উপস্থিত জনসাধারণ ও ২য় (হক) পক্ষের ওলামাগণ বাকী ৩ টি বিষয়ে আলোচনার জন্য প্রশাসনকে চাপ দেয়।