ইমাম মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব (রহঃ)-এর “নাওয়াকিদুল ইসলাম। যেখানে তিনি বলেছেন এমন দশটি বিষয় যার কারণে একজন মুসলিমের ঈমান নষ্ট হয়ে যায়। আর সেই ১০টি কারণ সবিস্তারে ব্যাখ্যা করেছেন শাইখ সুলায়মান ইবনু নাসির আল উলওয়ান। সেই মূল্যবান ব্যাখ্যাগ্রন্থ বাংলায় অনুবাদ হয়ে আসছে “ঈমান ভঙ্গের কারণ” শিরোনামে।