এসো ঈমান শিখি

0/5 No votes

Report this app

Description

হামদ ও সালাতের পর, আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে সমগ্র বিশ্ব জগতকে তাদের সেবায় নিয়োজিত করেছেন। মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে, ইবাদত করা। এই ইবাদত তথা সহীহ ঈমান ও নেক আমলের মধ্যেই মানুষের শান্তি ও কল্যাণ নিহিত।

আর বিরুদ্ধাচরণের পরিণতিতে বেইজ্জতি, ধবংস ও জাহান্নাম অনিবার্য।মানব সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ তাআলা নিজ পরিচয় ও কুদরতের বর্ণনা দিয়ে তাদের থেকে নিজের প্রভুত্বের স্বীকারোক্তিমুলক অঙ্গীকার নেয়অর পর দুনিয়াতে তা পুনরায় স্মরণ করিয়ে দেয়ার জন্য।

যুগে যুগে প্রেরণ করেছেন অসংখ্য নবী, রাসুল ও পয়গাম্বর আ.সকল পয়গাম্বরের মৌলিক শিক্ষা ছিল এক ও অভিন্ন। তারাঁ সকলেই এক আল্লাহর প্রতি ও হাশর – নাশরের প্রতি ঈমান এবং নেক আমল ইত্যাদি বিষয়ে দাওয়াত দিয়েছেন। ঈমান ও আমল উভয়টা মানুষের ইখতিয়অরভুক্ত বিষয়।

সুতারাং, মেহনত-মুজাহাদা ও কষ্ট-সাধনার মাধ্যমে উক্ত মহামূল্যবান দুটি বিষয়কে পরিপূর্ণভাবে লাভ করা এবং তা খুব মজবুত ও দৃঢ় করা প্রত্যেক মুসলমানের জন্যে অপরিহার্য।উল্লেখ্য যে, আমলের চেয়ে ঈমানের গুরুত্ব অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments