কিতাবুল কাবায়ের

0/5 No votes

Report this app

Description

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এর বিধি-বিধানসমূহ পবিত্র কুরআন ও হাদীস থেকে উৎসারিত। এই অনুশাসন এর মধ্যে কিছু আছে অবশ্য পালনীয়, আর কিছু আছে অবশ্য বর্জনীয়। কঠোরভাবে নিষিদ্ধ কাজ, যার পরিণতি ও শাস্তি ভয়াবহ, তাকে কবিরা গুনাহ বলা হয়। এই সকল কবীরা গুনাহের বর্ণনা প্রাসঙ্গিকভাবে পবিত্র কুরআন ও হাদীসের বিভিন্ন স্থানে এসেছে।

আল্লাহ তায়ালা মানব জাতির দুনিয়া ও আখিরাতের প্রভূত কল্যাণের জন্য কিতাব ও সহীফা দিয়ে সময়ে সময়ে নবী রাসূল আঃ পাঠিয়েছেন। তাঁদের মাধ্যমে মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। দেখিয়েছেন শান্তি-শৃংখলা ও সমৃদ্ধির পথ। এই ধারাবাহিকতায়র সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কুরআন। এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল হচ্ছেন হযরত মুহাম্মদ সাঃ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments