আল্লাহর প্রতি প্রথমতঃ এই বিশ্বাস স্থাপন করা যে, তিনিই ইবাদতের একমাত্র যোগ্য. সত্যিকার মাবুদ অন্য কেউ নয়। কেননা, একমাত্র তিনিই বান্দাদের সৃষ্টি করেছেন, তাদের প্রতি অনুগ্রহকারী এবং তাদের জীবিকার ব্যবস্থাপক।
তিনি তাদের প্রকাশ ও অপ্রকাশ্য যাবতীয় বিষয় সম্পর্কে পুর্ণ অবহিত এবং তিনি তারঁ অনুগত বান্দাকে প্রতিফল দানে ও অবাধ্য দেরকে শান্তি প্রদানে সম্পূর্ণ সক্ষম। আর.এই ইবাদতের জন্যই আল্লাহ তাআলা জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন এবং তাদের প্রতি তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।