ইসলামি বিশ্বকোষ-4

0/5 No votes

Report this app

Description

বাংলাদেশে ইসলামী বিশ্বকোষ প্রনয়নের প্রথম উদ্যোগ গ্রহন করেন বাংলা একাডেমী । এতদুদ্দেশ্যে ১৯৫৮ সনে বাংলা একাডেম লাইডেন হইতে প্রকাশিত Shorter Encyclopaedia of Islam শীর্ষক ইসলামী বিশ্বকোষ অনুবাদের সিদ্ধান্ত গ্রহন করে এবং নয সদস্য বিশিষ্টি একটি ইসলামী বিশ্বাকোষ উপসংঘ গঠন করে।

পরবর্তী পর্যায়ে আরও সদস্য সমবায়ে এই উপসংঘ পুনগঠিত হয়। পুর্নগঠিত উপসংঘের সদস্য সংখ্যা ছিল ১৬ জন । ১৯৫৮ সন হইতে এই উপসংঘের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুবাদ কর্ম শুরু হয়। এবং ১৯৬৭ সনে উপসংঘ এই অনুবাদ কর্ম সম্পন্ন করে।

সার্থক ইসলামী বিশ্বকোষ প্রণয়নে অগ্রনী ভুমিকা পালন করিয়াছে The Netherlands Academy;১৯০৮ হইতে ১৯৩৮ খুষ্টাব্দের মধ্যে তাহারা Encyclopaedia of Islam শীর্ষক ইসলামী বিশ্বকোষ চারি খন্ডে সমাপ্ত Leiden হইতে প্রকাশ করে।

এই বিশ্বকোষের প্রথম সংস্করণ ও উহার পরিশিষ্ট হইতে ইসলামী শারীআত সম্বন্ধীয় প্রবন্ধগুলি কিছুটা সংকোচন, সংশোধন ও সংযোজনসহ Shorter Encyclopaedia Of Islam নামে ১৯৫৩ খৃ, লাইডেন হইতেই প্রকাশিত হয়। গ্রন্থখানি The Royal Netherlands Academy-এর পক্ষ হইতে H.A.R.Gibb and J.H.Kramers কর্তৃক সম্পাদিত ও E.J.Brill. Leiden কর্তৃক প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments