ব্যবসা এমন একটি উপায় যার মাধ্যমে জীবিকার অধিকাংশই অর্জিত হয়ে থাকে। আর একজন সৎ ব্যবসায়ী পরকালে শহীদর মর্যাদায় ভুষিত হবেন নিঃসন্দেহে। কিন্তু বর্তমানে অধিকাংশ ব্যবসায়ীদের মাঝে এমন এক অসম প্রতিযোগিতা চলছে যাতে না আছে কোনো নীতি আর না আছে কোনো নৈতিকতা। আর এর যাতাকলে নিষ্পেশিত হয়ে নাভিশ্বাস অবস্থা ক্রেতা সাধারণের ।
নীতিমালা-যা ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য নির্দেশ করে। এটা একটা আদর্শিক বিষয়-যা একজনকে তার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে শিক্ষা দেয়। বাণিজ্যিক ন্যায়-নীতি যা কেনো সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানিক নৈতিকতা বুঝিয়ে থাকে; সাধারণত তা প্রতিষ্ঠানসমূহের ক্ষেত্রেই প্রাসঙ্গিক বলে বিবেচিত হয়।