দেশের অর্থনীতি শিল্প বাণিজ্য নিয়ে সমসাময়িক সমস্যা নিয়ে প্রধানত আমার লেখালেখি। শিল্প বাণিজ্য ক্ষেত্রে সরকারী নীতি ও কৌশল এবং সুযোগ সুবিধা ব্যবসায়ী মহলে প্রচার ও সরকারী সুবিধা আদায় আমার লেখার উদ্দেশ্য ।
সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা, অর্থনীতি ও রাজনীতি বিষয়ক সমসাময়িক সমস্যা নিয়ে অনেক সময় বিবেকের তাড়নায় লিখি যা প্রায় সময় পত্র পত্রিকায় প্রকাশিত হয়।
আলোচ্য গ্রন্থটি ২০০৫ সালে আমার লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ও অপ্রকাশিত প্রবন্ধগুলো নিয়ে সাজানো হয়েছে। এতে দুটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টিতে রয়েছে শিল্প বাণিজ্য, অর্থনীতি বিষয়ক লেখা এবং এর নাম দেয়া হয়েছে অর্থনীতি। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সামাজিক রাজনৈতিক বিভিন্ন বিষয়ের লেখা এবং এর নাম দেয়া হয়েচে রাজনীতি ।
আর তাই বইটির নাম দেয়া হয়েছে অর্থনীতি, রাজনীতি বাংলাদেশ প্রেক্ষিত। প্রথম অধ্যায় তৈরী, বস্ত্রশিল্প, ব্যাংকিং ও আর্থিক ব্যবসায় ইত্যাদি খাতের উপর বেশ কয়েকটি প্রবন্ধ রয়েছে। অন্যদিকে মুক্ত বাজার অর্থনীতি, বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ভেজাল বিরোধী অভিযান, পলিথিন ইন্ডাস্ট্রি, ব্যাংকের সুদ, বাজেট, সার্ক ইত্যাদি বিষয় নিয়ে তৎকালীন সময়ের বেশ কিছু প্রবন্ধ আলোচ্য বইয়ে সংযুক্ত করা হয়েছে।