সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহানাহু ওয়াতায়ালার। যার ভালোবাসার সৃষ্টি মানুষ আমরা আশরাফুল মাখলুকাত। আর মানুষের প্রয়োজনে পৃথিবীর সকল সুন্দর সৃষ্টি। মানুষেরই চলার পথ আল কুরআন। সেতুবন্ধন করে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে অত্যন্ত সুদৃঢ় ও সুনিপুণভাবে।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা নিষ্পাপ। কিছু জানেও না কিছু বুঝেও না। তাদের যা কিছু জানানো হয় তাই জানে। যা কিছু বুঝানো হয় তাই বুঝে। আমাদের দায়িত্ব হলো তাদের ভালো কিছু জানানো ও ভালো কিছু বুঝানো এবং শিখানো। সে দায়িত্ববোধ থেকেই আল কুরআনের গল্প বইয়ের অবতারণা।
মহান আল্লাহর আরেক প্রিয় গোলাম শহীদ সাইয়েদ কুতুবের লেখা আল কুরআনের শৈল্পিক সৌন্দর্য বইটি লেখার লোভাতুর করেছে নিঃসন্দেহে। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসলামি চিন্তাবিদ ও লেখক শ্রদ্ধেয় মাওলানা আব্দুস শহীদ নাসিম, ডা. মুহাম্মাদ নূরুল ইসলাম ও ড. ফজলুল হক সৈকত স্যারদের কাছে যাদের মূল্যবান পরামর্শ আমাকে বইটি নির্ভুল করতে যারপরনাই সহযোগিতা করেছেন।