ন্রিদা নেই। বিশ্রাম নেই। তিনি হাঁটছেন। অবশেষে হাঁটতে হাঁটতে, বহু কষ্টে তিনি পৌছেঁ গেলেন তায়েফ। অপরিচিতি একটি দেশ। অজানা-অচেনা রাস্তা-ঘাট। অচেনা এখানকার মানুষ-জনপদ। তবে মুসলমানের জন্যে প্রত্যেকটি দেশই তার নিজের দেশ। প্রত্যেকটি দেশের মানুষই তার আপন মানুষ। কাছের মানুষ। প্রত্যেকটি দেশেই তার ঘর।
পেছনে মক্কা নগরী ফেলে নবীজি সাঃ সুদূর তায়েফে এসেছেন ইসলাম প্রচারের জন্যে। মক্কার মানুষ আহব্বানে সাড়া দেয়নি। বরং তাকেঁ কষ্ট দিয়েছে নির্মমভাবে। তবু তিনি নিরাশ হননি। হতাশ হয়ে ভেঙ্গে পড়েননি। তিনি অবশেষে কষ্ট স্বীকার করে তায়েফ এসেছেন ইসলামের দাওয়াত দেয়ার জন্যে। মানুষকে সত্য পথে ডাকতে । আল্লাহর বাণী শোনাতে। সুন্দর শহর তায়েফ। মনোরম।