আমাদের মহানবীর (সাঃ) সাহাবাগণ ছিলেন আল্লাহ, মহানবী (সাঃ) ও ইসলামের জন্য নিবেদিতপ্রাণ। তারা এই তিন বিষয়ের জন্য অকাতরে জীবন দিতেও কুন্ঠাবোধ করতেন না। তাঁদের চরিত্র ছিলো মহানবীর (সাঃ) সংস্পর্শে পরশমণিতুল্য। তাঁদের ঈমান ছিলো অনড় পাহাড়ের মতো অটল। এইসব মহাপ্রাণ সাহাবীর (রাঃ) জীবন আলোচনা করলে বোঝা যাবে কিভাবে তাঁরা উন্নত চরিত্রের মানুষে পরিণত হয়েছিলেন।