মাউন্ট আরারাতের আড়ালে

0/5 No votes

Report this app

Description

মাউন্ট আরারাতের দক্ষিণে বকের ঠোটের মতাে আর্মেনিয়া, নক্সিভান ও ইরানের পেটে ঢুকে পড়া ‘আরা আরিয়াস’ একটা টার্কি এলাকা। সুন্দর এই ১২৫ বর্গকিলােমিটার এলাকায় পাঁচশ’ পরিবারের বাস। এই এলাকায় হঠাৎ করেই নিরব এপিডেমিকের মতাে মাদক ও মাফিয়া-সন্ত্রাসের উদ্ভব ঘটল… হঠাৎ করেই যুবক-যুবতী, ছাত্র-ছাত্রীরা যেন খারাপ হয়ে গেল । গ্রুপে গ্রুপে তারা হাতে-নাতে ধরা পড়ছে। মাদকদ্রব্য, অস্ত্রশস্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে! …আজদা আয়েশা জার্মানি থেকে পিএইচডি করে। দেশে ফিরে আতংকের সাথে দেখল, তার সব সময়ের নিস্পাপ, নির্দোষ ভাই আতা সালাহ উদ্দিন। যাবজ্জীবনের জন্যে জেলে… অবাক বিস্ময়ের সাথে। দেখল তাদের এলাকায় নতুন পরিবার, নতুন মুখের অনেক বসতি! আরও গভীরে গিয়ে শুনতে পেল গভীর ষড়যন্ত্রের এক গুঞ্জন… সেই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে মাউন্ট আরারাতের নাম! …কি সে ষড়যন্ত্র ? সে কি শুধুই নূহ আ.-এর নৌকা উদ্ধার? না আরও কিছু? সেই কিছুটা কি? সকল ধর্মগ্রন্থে উলেখিত নূহ আ.-এর পাবনের কেন্দ্রবিন্দু এবং দুনিয়ার আধুনিক রাজনীতির হটস্পট আনাতােলিয়া, ককেশাস, ইরাক ও ইরান অঞ্চলের সন্ধিস্থলে কিসের লােভ বা লাভের জন্য আরা। আরিয়াসের এই ষড়যন্ত্র ? এই কাহিনী নিয়ে এলাে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments