ব্লাক ঈগলের সন্ত্রাস

0/5 No votes

Report this app

Description

আহমদ মুসা ব্যাংককে পা দিয়েই পড়ে গেল ক্রসফায়ারের মধ্যে।… পুলিশ কাস্টোডি থেকে জাবের জহীর উদ্দিন কিডন্যাপড হওয়ার ঘটনা স্রোত আহমদ মুসাকে ‘হিরাে’তে পরিণত করল।… থাই সহকারী গােয়েন্দা প্রধান পুরসাত প্রজাদীপক আহমদ মুসার বন্ধুতে পরিণত হলাে। কিন্তু জাবেরকে নিয়ে গেল সন্ত্রাসীরাই।
এই ঘটনা পাত্তানীর শাহ পরিবার ও পাত্তানী মানুষের সংকট আরও বাড়িয়ে দিল। শাহ পরিবার ও পাত্তানীদের বাঁচানাে সম্ভব শুধু সন্ত্রাসীদের পাকড়াও ও তাদের পরিচয় উম্মােচনের মাধ্যমেই।
আহমদ মুসা কাজে অগ্রসর হয়ে দেখল বিদেশীদের দ্বারা পরিচালিত ব্ল্যাক ঈগল’ ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে। এদের খোঁজে নেমেই সুলতান গড়ে শাহ পরিবারের এক মহাসংকট মুহূর্তে দেখা হলাে শাহজাদী যয়নব যােবায়দার সাথে এবং ফরহাদ ফরিদ উদ্দিনের সাথে। ঘটনার গভীর স্রোতে হাবুডুবু অবস্থা হলাে আহমদ মুসার ।
মরিয়া এক শত্রু ‘ব্ল্যাক ঈগল’-এর ষড়যন্ত্রের মোকাবেলা কি করতে পারবে আহমদ মুসা? পারবেন কি তিনি সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে আসতে এবং সবাইকে মুক্ত করতে? এরেচেয়েও বড় কথা- শত্রু ‘ব্লাক ঈগলে’র শক্তি সম্পর্কে কতটুকু আইডিয়া আছে আহমদ মুসার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments