গুলাগ থেকে টুইনটাওয়ার

0/5 No votes

Report this app

Description

কাঁদছে মিসেস জোনস। অঝাের ধারায় ঝরছে তার চোখ থেকে অশ্রু। ঠোট কামড়ে কান্না চাপার চেষ্টা করছে পলা জোনস।
আহমদ মুসা ও হাসান তারিকের বিব্রত চেহারায় বেদনার একটা মলিন আস্তরণ নেমে এল। | ‘স্যরি, এই মর্মান্তিক ঘটনা রােধ করার কোন উপায় আমাদের ছিল । বলল সে নরম ও বেদনা জড়িত কণ্ঠে।
ধীরে ধীরে চোখ খুলে মিসেস জোনস বলল, বাছা তােমাদের কোন দোষ নেই। তােমরা আত্মরক্ষার জন্যে যা করার তাই করেছ। তা না। করলে হয়তাে তােমাদেরই মরতে হতাে। এরা যে কতবড় খুনি বর্বর, তা আবারও প্রমাণিত হয়েছে। আমার দুঃখ………। | কথা শেষ করতে পারলাে না মিসেস জোনস। কান্নায় ভেঙে পড়ল সে আবার।
সান্ত্বনার কোন ভাষা খুঁজে পেল না আহমদ মুসা। বুক ভাঙা কান্না যাকে বলে সেই কান্না শুনে যাওয়া ছাড়া তাদের কোন উপায় ছিল না।
অস্বস্তিকর একটা অবস্থা। চরম বিব্রতকর অবস্থা আহমদ মুসাদের
অসহনীয় নিরবতাটা এবার ভাঙল পলা জোনস। মুখ থেকে রুমাল সরিয়ে চোখ মুছে বলল, আপনারা না বললে ভাইয়া খুন হয়েছে বা মরে গেছে সেটাও আমরা জানতে পারতাম না। ওরা আমাদের জানাত না। বেশি পীড়াপীড়ি করলে আমদেরই ওরা খুন করতাে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments