আহমদ মুসাকে স্বাগত জানাল হোয়াইট হাউজের চীফ অব প্রোটোকল এ্যালান শেফার্ড। আহমদ মুসাকে নিয়ে বসাল হোয়াইট হাউজের বৈদেশিক উইং-এর ভিভিআইপি কক্ষে। এ কক্ষেই প্রেসিডেন্ড বিদেশী প্রেসিডেন্ড বিদেশী প্রেসিন্ডেন্ট ও প্রধানমন্ত্রীদের সাক্ষাত দেন। আহমদ মুসা বসলে এ্যালান শেফার্ড বলল, মাফ করবেন স্যার, এক মিনিট, আমি আসছি।
কিন্তু তার কথা শেষ না হতেই তার হাতের অয়্যারলেস টেলিফোন বেজে উঠল। ধরল টেলিফোন এ্যালান শেফার্ড। টেলিফোন ধরে শুধু ইয়েস স্যার ইয়েস স্যার বলতে থাকল। সব শেষে বলল, আমি ওকে নিয়ে যাচ্ছি স্যার। কথা শেষ করে কল অফ করে দিল এ্যালান শেফার্ড।