এর হাসপাতালের বেড়ে শুয়ে আহমদ মুসা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, সেই সময় খবর এল আমেরিকায় তার পরিবার ভয়াবহ বিপদে।
আহমদ মুসার পুরানো শত্রুরা একজোট হয়েছে তার স্ত্রী-সন্তান ও তার প্রিয়জনদের গিনিপিগ বানিয়ে আহমদ মুসার উপর প্রতিশোধ নেয়ার জন্য।
বন থেকে আহমদ মুসা ছুটল ওয়াশিংটনে।
আহমদ মুসার পুরানো শত্রু কারা ?
না পুরানো শত্রুর নামে আরও কোন ‘কালোমূর্তি’ সামনে এল নতুন কোন ষড়যন্ত্র নিয়ে ?
‘আবার আমেরিকায়’ নিয়ে এল সংঘাত-সংঘর্ষ, রহস্য ও রোমাঞ্চে ভরপুর আর একটি অনবদ্য কাহিনী।