তেল আবিবের অপারেশন শেষে ফিলিপাইনের মরাে মুসলিমদের ভাগ্যের সাথে জড়িয়ে পড়েন আহমদ মুসা। মুর রাজকুমার মুরহামসারকে নিয়ে এখানে গড়ে উঠেছে দুর্ধর্ষ সশস্ত্র বাহিনী ‘পিসিডা’। আঘাতে আঘাতে সাম্রাজ্যবাদী শক্তির ভিত নড়ে উঠেছে। অপহৃত রাজকুমারী শিরিকে উদ্ধার করতে গিয়ে বন্দী হন আহমদ মুসা। মিন্দানাওয়ের মরাে মুসলিমদের সংগ্রামের কাহিনী’ বর্ণিত হয়েছে সাইমুম সিরিজের তৃতীয় বই মিন্দানাওয়ের বন্দীতে। দ্বন্দ্ব, সংঘর্ষ, রহস্য- রােমাঞ্চে ভরা অপরূপ এক কাহিনী।