অদৃশ্য আতংক

0/5 No votes

Report this app

Description

মাসুদ রানা, কিশোর মুসা রবিন, আহমেদ মুসা ছোটবেলা থেকে এই ৩ চরিত্র আমাদের কৈশোরকাল আগলে রেখেছে। এর মধ্যে যারা ইসলাম ধর্ম কে বেছে নিয়েছে তাঁরা বাকি সব ফেলে গ্রহন করেছে সাইমুম সিরিজের আহমেদ মুসা কে। কি নেই এই বইয়ে ধর্মীয় শিক্ষা, থ্রিলার, অ্যাডভেঞ্চার, বিভিন্ন দেশ সম্পর্কে জানা, চরম বুদ্ধিমত্তা। বরাবরের মতই ২১ নম্বর সিরিজের বাকি অংশটুকু এখানে এসেছে এবং শেষ হয়ে ২৩ নম্বর সিরিজের মাঝামাঝি রেখে। ইসলাম ধর্মকে ধ্বংস করে দেয়ার জন্য ব্ল্যাক ক্রস নামে এক প্রতিষ্ঠান ইসলামি শীর্ষস্থানীয় ১২জন নেতাকে বন্দি করে রেখেছে। যাদের হাত ধরে এগিয়ে যাবে তাদের তো আর নিশ্চিহ্ন হতে দেয়া যায়, তাদের বাঁচানোর সেই লোমহর্ষক ঘটনা আছে ১ম অংশে, পরের অংশ হঠাৎ করে আভির্ভূত হয় সিসি মাছি ইসলামি ২টা গণমাধ্যম সংস্থার বেশ কয়েকজন কর্মী নিহত হয় এই মাছি দ্বারা, পুলিশ কোনভাবেই খুঁজে পাচ্ছে না কিভাবে উদ্ধার করা যায় সবাইকে। আহমেদ মুসা কি পেরেছিলো বাকিদের বাঁচাতে? পেরেছিলো কি ষড়যন্ত্রকারী ব্ল্যাক ক্রস প্রতিষ্ঠান কে ধরতে? জানতে হলে পড়ুন বইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments