সারা জেফারসনকে টোপ বানিয়েছে ওরা আহমদ মুসাকে ধরার জন্যে, আহমদ মুসা কি সে টোপ গিলবে? ওদিকে মার্কিন ফেডারেল কোর্ট রায় দিয়েছে শ্যারন-জোনস চক্রের বিরুদ্ধে। যার ফলে বেজে উঠেছে আমেরিকার জীবন থেকে অক্টোপাশের বিদায় ঘন্টা… বিশ্বব্যাপী ইহুদী গ্রুপটি ক্রুদ্ধ গােখরাের মত ফুসে উঠেছে…। আহমদ মুসা আবার নতুন বিপদে জড়াতে যাচ্ছে? নতুন দায়িত্বের ডাক এসেছে আহমদ মুসার কাছে কিন্তু আমেরিকার পাঠ কি চুকাতে পারছে সে? একদিকে মাথার উপর ভয়ংকর বিপদের ঘনঘটা, অন্যদিকে আত্ম-পীড়ন-জর্জরিত সারা জেফারসনের আত্মগােপনের বেদনা মাথায় নিয়ে আহমদ মুসা কোন পথে কিভাবে এগুচ্ছে? বেদনা আর সংঘাত মুখর কাহিনী নিয়ে হাজির হলাে ‘অক্টোপাশের বিদায়।