চরিত্রহীন মানুষ পশুর সমান। একজন মানুষের মধ্যে যখন সততা, সত্যবাদিতা, বিশ্বস্ততা, খােদাভীরুতা, পরােপকার, ন্যায়পরায়নতা, ধৈর্য, সহনশীলতা, ক্ষমা ও ত্যাগের ন্যায় প্রভৃতি মানবীয় গুণাবলীর সমন্বয় ঘটে তখনই তাকে চরিত্রবান বলা হয়। চরিত্রবান ব্যক্তির উন্নত ব্যবহার ও শীতল পরশে মানুষ সকল দুঃখ দুর্দশা নিমিষেই ভুলে যায়। দুনিয়াতেই লাভ করে অনাবিল স্বর্গীয় সুখ।