চরিত্র মানুষের অমূল্য সম্পদ। চরিত্রহীন মানুষ পশুর সমান। একজন মানুষের মধ্যে যখন সততা, সত্যবাদিতা, বিশ্বস্ততা, খােদাভীরুতা, পরােপকার, ন্যায়পরায়নতা, ধৈর্য, সহনশীলতা, ক্ষমা ও ত্যাগের ন্যায় প্রভৃতি মানবীয় গুণাবলীর সমন্বয় ঘটে তখনই তাকে চরিত্রবান বলা হয়। চরিত্রবান ব্যক্তির উন্নত ব্যবহার ও শীতল পরশে মানুষ সকল দুঃখ দুর্দশা নিমিষেই ভুলে যায়। দুনিয়াতেই লাভ করে অনাবিল স্বর্গীয় সুখ।
আমাদের বর্তমান সমাজের ক্রমবর্ধমান চারিত্রিক অবক্ষয় রােধ করে একটি আদর্শ ও চরিত্রবান জাতি গঠন করার উদ্দেশ্যেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। এ বইতে আমি হৃদয়ের সমস্ত ভালবাসা ও দরদ দিয়ে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বিভিন্ন হৃদয়বিদারক ও মর্মস্পর্শী সত্য ঘটনাগুলাে অত্যন্ত সতর্কতার সাথে উল্লেখ করেছি। পাশাপাশি ক্ষেত্র বিশেষে শিক্ষা গ্রহণের সুবিধার্থে কুরআন ও হাদীসের আলােকে সংশ্লিষ্ট ঘটনার শিক্ষণীয় দিকগুলাে সুন্দরভাবে ফুটিয়ে তােলার আপ্রাণ চেষ্টা করেছি। তাছাড়া এ বইয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর যে জঘন্য মানবতা বিরােধী অপকর্ম ও নৃশংস নির্যাতন চালানাে হয়েছে তার কিছু খন্ড চিত্রও তুলে ধরার চেষ্টা করেছি। উদ্দেশ্য হল, মুসলিম সমাজের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত সকল স্তরের মানুষের মধ্যে এ ধারণা বদ্ধমূল করে দেয়া যে, এখনই যদি আমরা জেহাদী চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে এই বর্বরতা ও নিষ্ঠুরতার কার্যকর বদলা নিতে উদ্যোগী না হই, তাহলে মনে রাখতে হবে, অদূর ভবিষ্যতে আমাদের জন্য আরও মারাত্মক পরিণতি অপেক্ষা করছে।