দয়াময় আল্লাহ তায়ালার স্বীয় অনুগ্রহে এই পৃথিবীতে অনেক মানুষকে প্রচুর পরিমাণ ধন-দৌলত প্রদান করিয়াছেন, বাড়ি – গাড়ির মালিক বানাইয়াছেন এবং বহু টাকা পয়সা নাড়াচাড়া করা তাওফিক দিয়েছেন।
তাহাদের মধ্যে এমন বহু লোক রহিয়াছেন যাহারা আল্লাহ তায়ালার এই নিয়ামত প্রাপ্ত হইয়া শোকর করণার্থে সেই মহান আল্লাহ তায়ালার পথে খোলা মেন বিনা দ্বিধায় ব্যয় করিতে থাকেন। তাহারা মনে করেন, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ হএল সংকোচ আবার কিসের? বস্তুতঃ তাহারাই হইতেছেন প্রকৃত ছখী বা দাতা।