বিজ্ঞানময় গ্রন্থ হলো আল কোরআন। বিজ্ঞান অর্থ বিশেষ জ্ঞান যা ব্যাপক গবেষণা ও পরীক্ষা -নিরীক্ষার মাধ্যমে অর্জিত হয়। পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে বিশেষ জ্ঞান কেন সকল জ্ঞানের সার নির্যাস এতে সঞ্চিত রয়েছে। তাই কোরআন গবেষকদের গবেষনায় ধরা পড়েছে পবিত্র কোরআন একটি পরিপূর্ণ -পূর্ণাঙ্গ গ্রন্থ যা বিজ্ঞানের অনেক উর্ধ্বে ঐশী জ্ঞান (Divine Knowledge)ব্যতীত আর কিছু নয়।
কোরআনের বৈজ্ঞানিক নির্দেশনা সমুহের (indications) অনুসন্ধান করতে গিয়ে কেউ হয়তো দূরদৃষ্টির অভাবে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে ব্যর্থ হতে পারেন। কিন্তু তার অর্থ এ নয় যে, কোরআনে বিজ্ঞান সম্পর্কিত নির্দেশনায় কোনরূপ অসঙ্গতি আছে । আমি প্রথম দিকে কোরআন পাঠ করে চিন্তা করতাম মানব রচিত বিজ্ঞান গ্রন্থগুলো যেভাবে সুত্রের সাহায্যে সাজিয়ে রচনা করা হয়েছে।