এমন এক সময় ছিলো যখন আরব জাতি চিকিৎসা বিজ্ঞানে সবচেয়ে অগ্রগামী ছিলো। আবূ আল ইবনে সিনা (আভিসিনা) এর রচিত (Canons of Medicine) থেকেই জ্ঞান আহরণ করে বর্তমান অগ্রগামী পশ্চিমা মেডিসিনের সূত্রপাত হয়েছে।
Prophetic Medicine এর দুটো উপাদান রয়েছে। একটি হচ্ছে পার্থিব ঔষুধ বা physical medicine. অর্থাৎ বস্তুগত জিনিস বা গাছ-গাছড়ার মাধ্যমে চিকিৎসা, যে ব্যবস্থাপত্রের যথার্থতা ও কার্যকারিতা প্রমাণের জন্য গবেষণার দুয়ার উন্মুক্ত।