ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এই অর্থে যে, সমাজ, রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি, নৃবিজ্ঞান, বিজ্ঞান, দর্শন – জীবনের প্রতিটি জ্ঞানতাত্ত্বিক বিষয়ের ক্ষেত্রে ইসলাম জ্ঞানতাত্ত্বিক ভূমিকা পালন করে থাকে।
সমাজের প্রতিটি ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ইসরাম নিশ্চিত করে। যারা ইসরাম ধর্মাবলম্বী নন – তাদের প্রাণ ও সম্পদের (জান-মাল) নিরাপত্তা প্রদানের কথা কোরআন ও হাদীসে রয়েছে। জামাতের সাথে নামাজ পড়া, দুই ঈদের মধ্যে মুসলমানদের সম্মিলন- প্রভৃতি বিভিন্নভাবে মুসলিমদের পরস্পরের মধ্যে অন্তরঙ্গ সামাজিকতা সৃষ্টির প্রণোদনা ইসলাম দেয়।
সমাজে শোভন ও নৈতিকতাসম্পন্ন মূল্যবোধ সৃষ্টির তাকিদ দেয় ইসলাম। সমাজে সহিঞ্চুতা, জনকল্যাণ প্রভৃতির উপর ইসলাম খুব গুরুত্ব দেয়। ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি নেই, – এটি কোরআনের ভাষ্য।
ইসলাম ও জ্ঞানতত্ত্ব (Islam and Epistemology) বইতে আমি ইসলামের জাগতিক ও আধ্যাত্মিক প্রত্যয় ও প্রত্যাশাকে উপস্থাপন করেছি। আল্লাহ স্বয়ং সকল জ্ঞানের স্রষ্টা ও নিয়ন্ত্রক। সমাজ, রাজনীতি, অর্থনীতি, দর্শন, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ইতিহাস, মনোবিজ্ঞান – জ্ঞানের সব শাখারই সূত্র-গ্রন্থ হিসেবে কোরআনকে আমার মনে হয়েছে।