কংকরময় একটি পথ। মদীনার পথ। পথের পাশে মাঝে মাঝে কাটাঁগুলোর ছড়াছড়ি। দু একটি খেজুর গাছও অতন্দ্র প্রহরীর মত শির উচু করে দাড়িয়ে আছে এ পথে চলাফেরা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম ও মদীনার আবাল-বৃদ্ধ বনিতা।
এক দিনের ঘটনা। এ পথ ধরেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথাও যাচ্ছিলেন। সাথে সওয়ারির পেছনে তুলে নিলেন এক সাহাবীকে। একেবারে যুবক সাহাবী। বয়স পচিশ বা ছাব্বিশ হবে। চোখের তারায় তারঁ বুদ্ধিমত্তার দীপ্তি। ঠোটের কোণে তারঁ তৃপ্তির হাসি সারাক্ষণ তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে পড়ে থাকেন। কোথাও গেলে প্রয়োজন সেরেই আবার তারঁ সাহচযে ছুটে আসেন। রাসুলকে ছাড়া কোথাও থাকতে পারেন না।