হযরত ওসমান (রাঃ)

0/5 No votes

Report this app

Description

 অনেক দিন আগের কথা । গোটা আরবদেশে তখন ঘোর অন্ধকারে ডুবে ছিল। পাপাচার অনাচার ও খুন খারাবি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছিল। দীন-ধর্ম ভুলে গিয়ে আরবের অধিকাংশ মানুষ মারামারি ও কাটাকাটি লিপ্ত থাকত। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাঃ এর বয়স তখন মাত্র ছয় বছর প্রাণপ্রিয় মা আমিনাকে হারিয়ে আমাদের প্রিয়নবী মুহাম্মদ সাঃ সবেমাত্র এতিম হয়ে পড়েছেন। জন্মের ছয় বছর আগে তিনি বাবাকেও হারিয়ে ছিলেন।

এমনি এক দুযোগময় সময়ে হযরত উসমান রাঃ দুনিয়ার এলেন। সেটা ৫৭৬ খ্রিষ্টাব্দের কথা । মক্কার বিখ্যাত কুরাইশ বংশের এক গোত্রের নাম উমাইয়া । সে গোত্রে হযরত উসমান রাঃ জন্মগ্রহন করেন। উসমান রাঃ এর মায়ের নাম মা আরওয়া বিনতে কুরাইয়েয। তারই কোল পরিপূর্ণ করে দুনিয়ার এলেন ফুটফুটে শিশু উসমান রাঃ । নাদুস-নুদুস শিশু উসমানকে পেয়ে মায়ের বুক অনাবিল আনন্দে ভরে উঠল । বাবা আফফান ইবনে আবুল আস। তিনি ও সুন্দর শিশু পুত্রের আগমনে যারপরনাই খুশি হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments