বস্তুর স্থুলতা এবং সূক্ষ্ম আত্মার সংমিশ্রণে মানুষ সৃষ্টি হয়েছে। শরীর স্থল উপাদান মাটির সৃষ্টি। তাই স্রষ্টা। এর পালন ও অস্তিত্ব রক্ষার উপাদান বা খোরাক সৃষ্টি করেছেন মাটি থেকে। অপরপক্ষে আত্মা সূক্ষ্ম এবং উধর্বজগতের বস্তু। তাই এর লালন, বৃদ্ধি ও অস্তিত্বের নিশ্চয়তা একান্তভাবেই উর্ধবজগতের প্রেরণার মধ্যে নিহীত।
আর সে প্রেরণা যে ওহীর জ্ঞান, তাও পরীক্ষিত বাস্তব সত্য। সুতরাং প্রতি যুগেই মানুষের মরমী মন সে মহাসত্যের সন্ধানে ব্যাপকুল রয়েছে।