সেকুলারিজম

0/5 No votes

Report this app

Description

সেকুলারিজমের উদ্ভব হয় খ্রিষ্টীয় সমাজে রেনসাঁযুগে ইউরোপে। খ্রিষ্টান ধর্মযাজকদের কার্যকলাপের প্রতিক্রিয়া reaction হিসেবে সেকুলারিজমের জন্ম। যেহেতু সেকুলারিজমের জন্মের পশ্চাতে Background ধর্মযাজকদের কার্যকলাপ জড়িত তাই প্রাসঙ্গিকভাবে খ্রিস্টধর্ম ও যাজকদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করা হচ্ছে।

খ্রিস্টীয় বা ঈসায়ী সাল হযরত ঈসা আঃ এর জন্মের বছর থেকে গণনা করা হয। হযরত ঈসা আঃ এর জন্ম হয় ফিলিস্তিনের বেথেলহামে। তার মায়ের নাম মারিয়ম Mary।

মারিয়মের পিতামাতা অত্যন্ত ধার্মিক, খোদাভীরু ও ন্যায়পরায়ণ ছিলেন। মারিয়ামের মা হান্না গর্ভকালীন অবস্থায় আল্লাহকে উদ্দেশ করে বললেন, হে আমার প্রতিপালনক, আমার গর্ভে যা আছে তা একান্ত আপনার উদ্দেশ্যে উৎসর্গ করলাম। সে আপনার কাজে সম্পুর্ণরুপে নিয়োজিত থাকবে। আপনি কবুল করুন। আপনি শোনেন ও জানেন।

মারিয়ামের জন্ম লাভের পর তার মা বলরেন, হে আমার প্রতিপালক আমি কন্যা সন্তান প্রসব করেছি। আমি অভিশপ্ত শয়তান থেকে তারঁ ও তার বংশধরদের জন আপনার আশ্রয় প্রার্থনা করছি। (সুরা : আলে ইমরান, আয়াত-৩৬)। হযরত জাকারিয়া আঃ ছিলেন আল্লাহ নবী। তিনি জেরুসালেমের বায়তুল মাকদিসের তত্ত্বাবধায়ক ছিলেন। তিনি মারিয়ামের আপন খালু হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook comments