গ্রন্থখানির শিরোনাম সুবহে সাদিক শর্তকতার সাথেও বিশেষভাবে নিবার্চন করা হয়েছে এ জন্য যে, এতে রাতের শেষভাগের সেই মহামূল্যবান অথচ অবহেলিত সেই সময়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে যখন আল্লাহ তায়ালা তার বান্দার সবচাইতে নিকটবর্তী থাকেন এবং মানুষের কথা সবচাইতে বেশি শোনেন । আল্লাহ তায়ালা রসুল সা. বলেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তায়ালা পৃথিবীর সবচাইতে নিকটবর্তী আকাশে নেমে আসেন এবং বলেন, এমন কেউ কি আছে যে আমাকে ডাকছে? আমি তার ডাকের জবাব দিবো, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছে? আমি তাকে ক্ষমা করবো, এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু প্রার্থনা করছে? আমি তার প্রার্থনা মঞ্জর করবো। ভোর হওয়া পর্যন্ত আল্লাহ তায়ালা এভাবে বলতে থাকেন(তিরমিজি)।
বস্তুত রাতের শেষভাগ হচ্ছে ভাবনা-চিন্তা এবং আত্মউন্নয়নের সবচাইতে সহায়ক / অনুকুল সময়। এই সময় মানুষের হৃদয় সবচাইতে মনোযোগী, সর্তক দুনিয়াবী চিন্তা থেকে মুক্ত থাকে। কুরআন বর্নিত হয়েছে, অবশ্যই জাগারণকাল এমন এক ক্ষন যখন মানুষের মনোযোগ থাকে তীক্ষনতর আর ভাষা/কথা হয় অধিকতর সুনির্দিষ্ট (সুরা মুযযাম্মিল ৭৩৬)।